হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ ১৮ই জিলহজ্ব সোমবার ১৮ই জুলাই ২০২২ বাদ জোহর ঈদে গাদিরের মেহফিল আয়োজন করা হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ইমামবাঢ়া আলী আসগর (আ), খানকাহে কাদেরীয়া কারবালা নগর মুলুকে।
এই মেহেফিলে বিখ্যাত বক্তারা উপস্থিত ছিলেন।
সুদুর ইরান থেকে এসেছিলেন জনাব হুজ্জাতুল ইসলাম ওয়া মুসলিমিন ডাঃ সৈয়দ আলী জাদেে মুসাভী সাহেব ও হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাদিক হুসেনি সাহেব
ফুরফুরা শরিফের পীরজাদা জনাব সাওদ সিদ্দিক সাহেব
ও আরও অনেক ওলেমায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানটি আয়োজন করে ছিলেন পীরে তরিকত সৈয়দ রাসাদাত আলী আল কাদেরী সাহেব
সভাপতি-তানজিমে কাদেরী হাসনেইনি
হাওজা / ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ইমামবাঢ়া আলী আসগর (আ), খানকাহে কাদেরীয়া কারবালা নগর মুলুকে। এই মেহেফিলে বিখ্যাত বক্তারা উপস্থিত ছিলেন।
আপনার কমেন্ট